• সারাদেশ

    অসময়ে যমুনার পানি বাড়ায় ক্ষতির সম্মুখীন কৃষক

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৪:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

     

    ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধিঃ

     

    অসময়ে বন্যার আশঙ্কায় বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা এলাকার যমুনা নদী তীরের মানুষগুলো। হঠাৎ কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধির কারনে তলিয়ে গেছে সদ্য মাসকালাইয়ের বীজ। বন্যা আর হবেনা এই ভেবে তারা নিশ্চিন্তে বন্যা পরবর্তীর ফসল গুলো বুনেছিলো।কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব ফসল পানিতে সয়লাব হয়েছে। 

     

    নতুন ভারেঙ্গা ইউনিয়ন এর কৃষক আব্দুর সাত্তার জানান – এ বছর খুব একটা বেশি বর্ষা ও বৃষ্টি হয়নি। পানিও দ্রুত চলে গেছে, সেজন্য আমরা পানি চলে যাওয়া জমি গুলোতে মাসকালাই বীজ বপন করেছিলাম। কিন্তু কয়েকদিন যাবৎ পানি আবার বাড়ায় আমাদের ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে। অনেক মাসকালাই ইতোমধ্যে তলিয়ে গেছে। এতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন বলে যানান তিনি।

     

    এই সময়ে এমন ক্ষতি তাদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। স্থানীয় এলাকা বাসিরা জানায় এমনিতে দেশে অভাবের হাতছানি তার উপর এমন ক্ষতি তাদের ঘুম কেড়ে নিয়েছে।সাধারণ কৃষকরা ভাবছে তাহলে কি আবারও অসময়ে বড় ধরণের ক্ষতির সম্ভবনা!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ