প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৪:০৯:১৭ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি
ঢাকার ঠিকানায় মোড়কজাতকৃত নকল চিপস উৎপাদন ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন। নওগাঁ জেলার সদর উপজেলায় ট্রাক টার্মিনাল এবং সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও বেকারী সামগ্রী বিক্রয়ের দায়ে ১ টি প্রতিষ্ঠানকে ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।এছাড়াও সাহাপুর এলাকায় অবস্থিত সুমনা ফুড প্রোডাক্ট এর মালিককে ঢাকার ঠিকানায় মোড়কজাতকৃত চিপস এর ফয়েল পেপারে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে নিম্নমানের চিপস এবং চিপস এর প্যাকেটের ভিতরে শিশুদের খেলনা দেয়ার অপরাধে ১৫,০০০/- টাকা সহ মোট ১৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করেন।এসময় বিপুল পরিমাণ নকল মোড়কজাতকৃত চিপস পুড়িয়ে ধ্বংস করেন।অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।