প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৬:৫৩:২৫ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলাম জবি প্রতিনিধিঃ
আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ১৭ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঘোষিত অনুষ্ঠানমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সেই ক্ষোভ থেকে প্রশাসনকে আর্থিক সাহায্য করতে প্রতীকী দান বাক্স বসিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর আড়াই টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই দান বাক্স দেখা যায়। এতে লেখা ছিল “দরিদ্র জবির খরচ বাঁচাতে এগিয়ে আসুন। বিশ্ববিদ্যালয় দিবস কে প্রানবন্ত করতে জবি প্রশাসন কে মুক্ত হস্তে দান করুন”। দানবাক্স টি বিশ্ববিদালয়ের প্রক্টর মোস্তফা কামালের নজরে পড়লে তিনি কর্মচারীর মাধ্যমে সেটি সরিয়ে নেন।
গত ১৩ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনোদনের জন্য জমকালো কোনো আয়োজন রাখা হয় নি। প্রসাশনের দাবি আর্থিক সংকট ও স্পন্সর না পাওয়ায় রাখা হয় নি তেমন কোনো কনসার্টের ব্যবস্থা। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ প্রকাশ পায়।
শিক্ষার্থীরা জানান, জবি প্রশাসনের কি এতটুকুও সক্ষমতা নেই যে বিশ্ববিদ্যালয় দিবসটির জন্য তারা খরচ করতে পারবে না? এতটাই অক্ষম প্রশাসন? অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর দিকে তাকালে দেখা যায় কতো জমকালো ভাবে তাদের বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করছে। আর আমাদের বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করতে শিক্ষার্থীরা দানবক্স নিয়ে বসেছে। বিশ্ববিদ্যালয়ের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?
দান বাক্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের এটা করা ঠিক হয়নি। এতে আমাদের বিশ্ববিদ্যালয়
কে নিয়ে ট্রল হবে। সরকার নির্দেশ দিয়েছেন সকল ক্ষেত্রে ব্যয় কমাতে। তাই নিজেদের ক্যাম্পাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরবর্তীতে বড় জাতীয় কোনো অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেব। যেহেতু এবার সময়ও নেই এবং সরকার ব্যয় কমানোর কথা বলেছে তাই পরবর্তীতে আমরা আরো আগে থেকে ব্যবস্থা নেব।