• সারাদেশ

    বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগে তাড়াশে  বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মানববন্ধন

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:৫৭:২৮ প্রিন্ট সংস্করণ

     

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

     

    সিরাজগঞ্জে তাড়াশে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে শ্রেনী কক্ষে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।, ঘটনাটি ঘটেছে গত বুধবার উপজেলার দিঘিসগুনা এমএআর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সুত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বহিরাগতদের সাথে নিয়ে গত ১৬ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রতিষ্ঠানের গুরুত্বপুর্ণ ফাইল, খাতা ও নথিপত্র নিয়ে যায় এবং অফিস রুমে থাকা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে নতুন তালা লাগিয়ে দেয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং বিদ্যালয়ের নিরাপত্তা ঝুকির মধ্যে পরে যায়। এ ঘটনার প্রতিবাদে গত ১৯ অক্টোবর বুধবার বিদ্যালয়ের ছাত্রীরা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে। বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ সুরোভী খাতুন ও মোছাঃ নিলুফা ইয়াসমিন জানায়, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জোর পুর্বক তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় আমরা শিক্ষার্থী ও শিক্ষকগন বিপাকে পরেছি। আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, আমি প্রতিষ্ঠানের কাজে বাহিরে ছিলাম। ঘটনা জানার পর বিদ্যালয়ে যাই। অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে তাড়াশ থানায় অভিযোগ দায়ের করি। বর্তমানে বিষয়টি তদন্তানাধীন রয়েছে। এব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক শোঃ শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ