প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১২:২৯:৩১ প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বুধবার দুপুরে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)এর আওতায় এবং জাইকার অর্থায়নে কোভিট ১৯ মোকাবেলায় এ উপকরণ বিতরণ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে উপকরণ বিতরণ পরবর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,স্বাগত বক্তব্যদেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা,সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক আব্দুল হাই আবাসিক মেডিকেল অফিসার ডা:আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মনিরুজ্জামানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ উল্লেখযোগ্য উপকরণগুলোর মধ্যে রয়েছে, ডিজিটাল এক্সরে মেশিন, অক্সিজেন সিলিন্ডার ২৫টি,অক্সিজেন ফলো মেশিন ১০ টি, এয়ার কন্ডিশন ১টি এবং ডেন্টাল সামগ্রি। এ সামগ্রিগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখীর নিকট হস্তান্তর করা হয়।