প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৭:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সুজানগর থানাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তারই ধারাবাহিকতায় গত ০২/০৭/২০২২ তারিখ সুজানগর থানার এক অভিযানিক দল সুজানগর থানাধীন নাজিরগঞ্জ ইউনিয়নের এর অন্তর্গত হাসামপুর গ্রামস্থ জনৈক ময়নাল সরদার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২২.৩০ ঘটিকায় মালিফা তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন ও তাঁর সঙ্গীয় এ এস আই মোঃ মনির হোসেন অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদকব্যবসায়ীরা হলোঃ
১। মোঃহান্নান ব্যাপারী(৩৮)
পিতা- মৃতঃ তাহের ব্যাপারী গ্রাম কালিকাপুর, থানা সুজানগর, জেলা পাবনা
২। মোঃ সোহাগ বিশ্বাস(২৫)
পিতা মোঃ শহিদুল ইসলামওরফে তাপু গ্রামঃ সাগরকান্দি,থানা আমিনপুর
বর্তমান সাং হাসামপুর থানা সুজানগর জেলা পাবনা।
উক্ত তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তিনি বলেন সুজানগর থানাকে কে মাদকমুক্ত করতে আমার কোন কার্পণ্য নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।