• সারাদেশ

    স্কুল ছুটি হওয়ার পর বাসায় ফেরেনি তুলি সাহা

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ৪:০৮:২০ প্রিন্ট সংস্করণ

     

    আবু জায়েদ স্টাফ রিপোর্টারঃ

    স্কুল ছুটি হওয়ার পড়ে আর বাড়ে ফেরেনি তুলি সাহা। পরিবার  ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কাশিনাথপুর অরবিট একাডেমিতে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী তুলি সাহা। গত ১৭/১০/২০২২ স্কুল ছুটি পর আনুমানিক ৪ টার দিকে সে কাশিনাথপুর পশ্চিমপাড়া গ্রামের স্কুল থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পরে সে আর বাড়িতে ফিরে আসেনি।

     

    মেয়েটির বাবা উদয় সাহা জানান, নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তারা উদয় সাহা কোনো সন্ধান পাচ্ছেন না। এ নিয়ে তাঁরা খুবই উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা।

     

    উদয় সাহা তিনি কাশিনাথপুর বাজার । মুদি ব্যবসায়ী , তাঁর ৩ সন্তানের মধ্যে তুলি সাহা তার ছোট মেয়ে সন্তান। মেয়ের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা অনুমান ৫ ফুট।

     

    হারানোর তুলির গায়ে স্কুলের ড্রেস পরনো ছিলো তুলি সাহার মা পরিবারের লোকজন এ নিয়ে খুব দুঃশ্চিন্তায় রয়েছেন। তাই তিনি মেয়েকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

     

    সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিফ সিদ্দিক , সাধারণ ডায়েরি অনুযায়ী নিখোঁজ তুলি সাহাকে খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ