প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৮:১১:৫৭ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ কাঁচা বাজারগুলোতো আসতে শুরু করেছে শীতকালীন নানারকম শাক-সবজি তবে দাম বেশি হওয়ায় অখুশি ক্রাতেরা। শীতকালীন আগাম সবজি খেতে আবার অনেকেই বেশি দাম দিয়েই কিনছেন। এ ব্যপারে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি হওয়ার ফলে প্রভাব পড়েছে খুচরা বাজারে।
নওগাঁ জেলার বিভিন্ন যায়গা থেকে ভোরে পাইকারি বাজারে নিজের ক্ষেতের নানা রকম শাক-সবজি নিয়ে আসেন কৃষকেরা, আবার প্রত্যন্ত এলাকার কৃষকদের কাছ থেকে কিনে এনে পাইকারি বাজারে বিক্রি করেন অনেক বিক্রেতা। খুব সকালে পাইকারি বাজার থেকে বিভিন্ন শাক সবজি কিনে খুচরা বিক্রি করছেন কাঁচা বাজারের বিক্রেতারা। আরো একজন খুচরা শাক সবজি বিক্রেতা দেশবাংলাকে জানান, নতুন শাক-সবজির প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে বেশি তাই দামটাও বেশি রাখেন মাঠ পর্যায়ের কৃষকেরা, সেটার প্রভাব ভোক্তা অন্ধি চলে আসে তাই দাম প্রথম অবস্থায় বেশি থাকে তবে আরো কিছুদিন পরে দাম কমে যাবে।
নওগাঁ সদরের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ছয় সদস্যের পরিবারের জন্য প্রায় প্রতিদিন-ই বাজার করতে হয়,তবে দাম বেশি হওয়ায় অল্প করে কিনতে হচ্ছে। শীতকালীন আগাম জাতের সবজির প্রতি আগ্রহ অনেক তাই দাম বেশি হলেও কিনছেন।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগাম জাতের শীতকালীন শাকসবজির দাম চড়া দামে বিক্রি হচ্ছে। শাক সবজির মধ্যে আলু,পটল,মূলা,ফুলকপি,টমেটো,বেগুন,কচুশাক,ঢেঁড়সহ অন্যান্য নানা রকম শীতকালীন শাক-সবজি বাজারগুলোতে পাওয়া যাচ্ছে।