প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৭:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ
নাজমুল ইসলাম, পাবিপ্রবি: মঙ্গল প্রদীপ এর পাশাপাশি, হৃদয়ের প্রদীপও জ্বালাতে হবে। তাহলেই জগতের সবার মঙ্গল হবে ও জগত আলোকিত হবে।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের দিপাবলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
বরাবরের মতো এ বছরেও ‘সনাতন বিদ্যার্থী সংসদ,পাবিপ্রবি’ দিপাবলি অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গল প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে এবং অশুভ শক্তি বিতাড়নের প্রতীক হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময়ে শিক্ষার্থীরা আতশবাজি জ্বালিয়ে আনন্দধ্বনি ও কোলাহলে মেতে উঠে।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর,ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।