প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৯:২৫:১৮ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে অদ্য ইং ২৬/১০/২০২২ তারিখ সুজানগর থানাধীন ঘোড়াদহ উত্তরপাড়া মোঃ- জাকির সরদার এর বাড়ি হতে তার চৌদ্দ মাস বয়সি শিশু আবু তালহা কে উদ্ধার করে তার মা মোছাঃ- সিফা খাতুন এর কোলে ফিরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে গত ১২ দিন পূর্বে জাকির সরদার এর দাম্পত্য কলহের কারণে স্ত্রী সিফা খাতুনকে তার দুগ্ধজাত শিশু সন্তান আবু তালহা কে কেড়ে নিয়ে বসত বাড়ি থেকে বের করে দেয় জাকির। সন্তান হারিয়ে মা বিভিন্ন ব্যাক্তির কাছে দৌড়ে কোন সমাধান না পেয়ে অদ্য সুজানগর থানায় এসে অভিযোগ দিলে, পুলিশ সুপার পাবনা এর নির্দেশক্রমে দ্রুত এসআই দিপু মন্ডল এর নেতৃত্বে পুলিশ টিম পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘ বারো দিন পর অবুঝ দুগ্ধজাত শিশুটি মাকে কাছে পেলে এক হৃদয়বিদারক মুহূর্তে সৃষ্টি হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।