• সারাদেশ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ৬:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:

     

    সিরাজগঞ্জের শাহজাদপুরে মোহাব্বত হোসেন (৩৮) নামে এক ট্রাক চালকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    মহাব্বত হোসেন উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে ও তিন সন্তানের জনক।

    জানা যায়,শুক্রবার (২৮ অক্টোবর,) উপজেলার গাঁড়াদহ জমিদার পাড়া গ্রামের বাসিন্দা রহিমা খাতুন ভোরে সাড়ে পাঁচ সময় ঘুম থেকে উঠে বাড়ির পিছনে যায়। এ সময় বাড়ির পিছনে নির্জন যায়গায় ছোট আম গাছের সাথে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।

    খবর পেয়ে শাহজাদপুর থানার এস আই গোপাল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।’

    পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ