• সারাদেশ

    সিরাজগঞ্জের এনায়েতপুর ও চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৬:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

     

    সিরাজগঞ্জের এনায়েতপুর ও চৌহালীতে কমিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

    শনিবার সকালে এনায়েতপুর থানা চত্বরে

    কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে আলোচনা সভায় এনায়েতপুর থানায় কমিউনিটি পুলিশের আহ্বায়ক অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে থানার ওসি আনিছুর রহমান, সদস্য সচিব রাশেদুল ইসলাম সিরাজ, থানা আ’লীগের সভাপতি আহাম্মদ মোস্তফা খান বাচ্চু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন কমান্ডার, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, স্থল ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম মোল্লা, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি পাষান আলী সরকার, হাটবিটার আলহাজ্ব জনাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

    এদিকে চৌহালী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা হজরত আলী মাষ্টার, থানার ওসি হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ ও মিজানুর রহমান সহ পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।,

    সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ