প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৭:২৬:০১ প্রিন্ট সংস্করণ
আলোকিত অনলাইন ডেস্কঃ
শিগগির প্রকাশ হতে যাচ্ছে সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল। আর ফল প্রকাশের পর ডিসেম্বরেই কাজে যোগ দেবেন ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী।
শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হওয়ায় আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান
রোববার (৩০ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি বলেন, শিক্ষক বদলির আবেদনগুলোর কাজ আগে করায় ফল দিতে দেরি হচ্ছে। আবার দেরি হয়েছে কোভিডের কারণেও।
তিনি জানান, বিভিন্ন শূন্য পদে মামলা চলমান আছে। সেগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা করছি। যেসব কর্মকর্তা অনেক সময় ধরে একই জায়গায় আছেন তাদের প্রতি তিন বছর পর পর বদলি করার বিষয়ে কাজ চলমান। তাদের বদলি করা যাবে। স্বচ্ছতার সঙ্গে বদলি কার্যক্রম পরিচালনায় নীতিমালাও তৈরি করা হচ্ছে।
তথ্য সূত্র – একাত্তর টিভি।