প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১০:১৮:১১ প্রিন্ট সংস্করণ
ভারতের গুজরাটের মরবি জেলায় একটি ক্যাবল ব্রিজ (ঝুলন্ত সেতু) ছিঁড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সেতুটি ছিঁড়ে পড়ার সময় সেখানে কমপক্ষে পাঁচশ’ লোক উপস্থিত ছিল। এ সময় সেখানে থাকা সকলেই নদীতে পড়ে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মাছু নদীর তীরে মরবিতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় এখনও কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি।
স্থানীয় প্রশাসন বলছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। মাত্র ছ’দিনের মাথায় ঘটে গেল এ বিপর্যয়।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।