• সারাদেশ

    কুড়িগ্রামে শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ৮:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম

    কুড়িগ্রামের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

     

    রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।

     

    অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে ভোরে শহিদুল ইসলামের ছেলেরা নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে একটি ঘর ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এছাড়াও অপর একটি ঘরের অর্ধেক অংশ পুড়ে যায়।

     

    আগুন লাগার খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

     

    অপরদিকে, অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

     

    এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ