প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১০:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে তাকে বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) পাকিস্তানের পূর্বাঞ্চলে গুজরানওয়ালা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আগাম নির্বাচন আয়োজনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে শুক্রবার (২৮ অক্টোবর) এ লংমার্চ শুরু করেন ইমরান খান। আগামী শুক্রবার (৪ নভেম্বর) তার ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা আরেক সাংবাদিক কাজাফি বাট বলেন, নিহত সাদাফ নাইম (৪০) ইমরান খানের বক্তব্য নিতে তার ট্রাক বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর নেতা মুসাররাত জামশেদ চিমা ইমরানের ট্রাকের চাপায় নাইমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি স্থানীয় পুলিশ।
এ ঘটনার পর এক টুইটবার্তায় ইমরান খান বলেন, ‘আমাদের মার্চ চলাকালীন এক জঘন্য দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুতে আমি বিস্মিত ও গভীরভাবে শোকাহত’।