• সারাদেশ

    ফ্রি-তে মেডিসিন সেবা দিবে জবির পরিসংখ্যান বিভাগ

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৬:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ

     

    রবিউল ইসলাম জবি প্রতিনিধিঃ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি-তে জরুরী মেডিসিন সেবা দেয়া হবে৷ বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিসংখ্যান বিভাগের সেমিনারে ফ্রিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ঔষধ সামগ্রী সরবরাহ করার এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই সেবাটি সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

     

    সোমবার বেলা ১২টায় বিভাগের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবাটি উন্মুক্ত করা হয়।

     

    বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটি ১৩ তলা বিশিষ্ট হওয়ায় উপরের দিকে অবস্থিত বিভাগের শিক্ষার্থীদের জরুরী প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করতে নিচে নেমে মেডিকেল সেন্টার কিংবা ফার্মেসিগুলোতে যেতে হয়। এতে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি অনেকে আরও অসুস্থ হয়ে পড়ে। ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের জন্য ফ্রিতে জরুরী মেডিসিন সেবা চালুর ব্যবস্থা করা হয়েছে।

     

    উদ্যোগটি নেয়া বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম জানান, আমাদের অনেক শিক্ষার্থী প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। সেই প্রেক্ষিতে নিজ উদ্যোগে তাদের জরুরি প্রয়োজনে একটি স্যালাইন বা একটি নাপা ট্যাবলেট এমন জরুরি মেডিসিন সেবা চালুর ব্যবস্থা করেছি।

     

    জরুরি এ সেবাটি চালুর সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, সহকারী প্রক্টর এবং বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, আব্দুল বাতেন সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ