ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার সিংহাসন গ্রামে সবুজ নামে(২০) এক ছেলে স্ত্রীর সাথে বিচ্ছেদের কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন।
সবুজ সিংহাসন গ্রামের রফিকের ছেলে। রফিক কাজিরহাট ফেরি ঘাটে ফেরিতে বাদাম বিক্রি করে। ১ বছর আগে সবুজ একই উপজেলার তারাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মিথিলা আক্তারের সাথে বিয়ে হয়।
বিভিন্ন পারিবারিক কলহের জেরে গতকাল তাদের ডিভোর্স হয় এবং মেয়ে পক্ষের লোকজন এসে তাদের দেয়া মালামাল নিয়ে যায়। এর পর থেকে সবুজ ঘরেই অবস্থান করে।
আজ বিকেলে সবুজের মা গোসল করতে বাহিরে গেলে ছেলে সবুজ গলায় ফাস লাগিয়ে আত্নহত্যা করে।সবুজের মা গোসল সেরে বাড়ীতে ফিরে দেখে ছেলে সবুজ ফাসিতে ঝুলছে।লোকজন এসে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১