প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৭:২৩:০৬ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
মহা ধুমধাম ও নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বেলকুচি সরকারি কলেজ প্রথম বর্ষ বনাম দ্বিতীয় বর্ষ আন্তঃ শ্রেণি চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।,
বৃহস্পতিবার বিকেলে ৩রা নভেম্বর উক্ত খেলা বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সার্বিক সমন্বয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি -চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।”
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার,
বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত হাবিব সহ অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের মুরুব্বিগন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলাটি ২ – 0 গোলে সমাপ্তি হয়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।