প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৭:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃমুক্তাদির হোসেন ষ্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন, সহ দপ্তর সম্পাদক আরিফ খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন নাগ, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।