প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ৯:০৬:৪০ প্রিন্ট সংস্করণ
কোনো কাজে বসেনা মন
অলসতায় কাটে সারাক্ষণ।
ভালো কিছু করতে যদিও মনে ইচ্ছে হয়,
ভিতরের আরেকটা আমি আমাকে ভয় দেখায়।
অন্ধজনে দাও আলো-জ্ঞানীদের কথা,
ভাবতে গেলে জ্ঞানের কথা ধরে আমার মাথা।
বড় হতে চাও,ছোট হও আগে-পুস্তকের ভাষা,
এই মন্ত্রে পথ চলবো ছিল বড় আশা।
পারিনি মনের কথা মনে ধারণ করতে,
হয়ে ওঠে না কোন কিছু আমার এ ধরাতে।
শুভবুদ্ধি, শুভদৃষ্টি মনের মাঝে আছে,
বাস্তবে প্রয়োগটা তার একেবারেই বাজে।
জন্ম নিয়ে মানবকুলে হলোনা মোর হুঁস,
তবুও ভাবটা আমার,যেন আমি শ্রেষ্ঠ মানুষ।
জন্ম-মৃত্যুর এই দুনিয়ায় মরতে হবে ভাই,
কী করলাম, কী করিব হিসাব আমার নাই।
কোনো কার্যই হয় না সিদ্ধি আমার যোগ্যতায়,
ক্ষমা করো প্রভু আমায় আমার অযোগ্যতায়।
লেখক:
মোঃ জানে আলম।
শরীরচর্চা শিক্ষক (শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ)