• সারাদেশ

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ধারাবাহিক জয়

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৩:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

    অবস্থানরত বিজ্ঞান স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ

     

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদকঃ

     

    বৃহত্তর কাশিনাথপুর প্রাইভেট স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সেমি ফাইনাল খেলায় কাশিনাথপুর ডিজিটাল স্কুল এন্ড কলেজকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।

     

    আজ ৫ নভেম্বর শনিবার কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে আমিনপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মিলেনিয়াম একাডেমি।

     

    উক্ত খেলায় উপস্থিত ছিলেন -বৃহত্তর কাশিনাথপুর প্রাইভেট স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন এর সভাপতি মো.মফিদুল হোসেন শাহীন।কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দাতা সদস্য মোখলেছুর রহমান, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি এবং অত্র এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.আমিরুল ইসলাম সানু,শিক্ষক ফেরদৌস তপন। মিলেনিয়াম একাডেমির প্রধান শিক্ষক মো.রেজাউল করিম খান। কাশিনাথপুর ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ মিয়া সহ উভয় স্কুলের শিক্ষক বৃন্দ।

     

    ম্যাচটি পরিচালনা করেন মিজানুর রহমান কাজল।

     

    উল্লেখ্য বৃহত্তর কাশিনাথপুরে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ঘটাতে এ আয়োজন করেছে বৃহত্তর কাশিনাথপুর প্রাইভেট স্কুল কলেজ অ্যাসসিয়েশন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ