প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৯:১৪:২১ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
আজ ০৭ নভেম্বর নাজিরগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের উদ্যোগে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতির গ্রামের বাড়িতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি ও সুজানগর উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহবায়ক মোঃ হারুন হাজারী।
অনুষ্ঠান পরিচালনা করেন নাজিরগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সেক্রেটারি মোঃ আঃ করিম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলা জাতীয়তাবাদী দলের সদস্য সচিব এডভোকেট কামরুল আলম।
এছারা আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন নাজিরগঞ্জের মাটি তুহিন মোল্লার ঘাটি।
তাই আগামী নির্বাচনে পাবনা দুই আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন কে এম পি হিসাবে দেখতে চাই।