• সারাদেশ

    সুজানগরে চোরাইকৃত মালামাল সহ দুই চোর গ্রেফতার

      প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ৯:১৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

    মাননীয় পুলিশ সুপার,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),  মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর পৌর এলাকায় চুরি সংঘটিত হওয়ার ৭ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সুজানগর থানা পুলিশের একটি চৌকস দল সার্কেল এএসপি জনাব মোঃ রবিউল ইসলাম এর নিদেশে বিভিন্ন স্থান বিরতিহীন অভিযান পরিচালনা করে আজ০৬/০৭/২০২২ তারিখ ০৩.২০ ঘটিকায় সুজানগর থানার রাধানগর এলাকা হতে সানি নামের চোরকে আটক করে,

     

    উক্ত সানিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অপর সহযোগী হযরতের বাড়ি থেকে টুকরো টুকরো অবস্থায় ১টি অটোভ্যান (ব্যাটারী চালিত) উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে,চোরেরা দীঘদিন যাবৎ সুজানগরের বিভিন্ন এলাকা থেকে অসহায় মানুষের অটোভ্যান চুরি করে দ্রুত টুকরো টুকরো করে ভাংড়ি মাল হিসেবে বিক্রয় করে আসছে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    চোর দুইজন হলো  সানি (১৯), পিতা-মোঃ টিপু প্রামানিক , গ্রাম- রাধানগর,খোরশেদ আলম ওরফে হয়রত (৩৫), পিতা-মোঃ রনি শেখ গ্রাম- ভবানীপুর (বাগানপাড়া) , উভয় থানা- সুজানগর, জেলা-পাবনা।

    তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান তিনি বলেন সুজানগর থানাে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষে আমাদের অভযান চলমান থাকবে।শুধু চাই আপনাদের সহযোগিতা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ