• সারাদেশ

    স্কয়ার মাতার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৬:২৩:৫৯ প্রিন্ট সংস্করণ

     

     

    নাজমুল ইসলাম,পাবিপ্রবি: দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী ও স্কয়ার মাতা খ্যাত অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) প্রশাসন।

     

     

    রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়।

     

     

    শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

     

     

     

    উল্লেখ্য,স্কয়ার টয়লেট্রিজ এন্ড কনজ্যুমার লিমিটেড ও মাছরাঙা টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী ও অনিতা চৌধুরী দম্পতির ছোট সন্তান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ