• সারাদেশ

    কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর গুরুতর জখম 

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৫:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

     

    সোহরাওয়ার্দী খান – প্রতিনিধি( কুমিল্লা)-

    কুমিল্লা সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ সবুজ নামে এক কিশোর গুরুতর জখম হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়ন বিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এমন ঘটনা ঘটছে।

     

    আহত সবুজ( ২২) বারপাড়া ইউনিয়ন এর সামসুল হকের পুত্র। সে একটি পান দোকানে কাজ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা তদন্ত ওসি বিল্লাল হোসেন।

     

    পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব শক্রতার জের সাউন্ড সিস্টেম গান বাজানো কে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সদস্য শামীমসহ কয়েকজন কিশোর সবুককে হত্যার উদ্দেশ্য বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে ওত থাকে।

     

    সকাল সাড়ে ১১ টায় ভোটার আইডি কার্ড করার জন্য বিজয়পুর উচ্চ বিদ্যালয় সবুজ আসলে গ্যাং এর সদস্যরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এতে গুরুতর জখম হয় সবুজ।

     

    স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যান। এই বিষয় সদর দক্ষিণ মডেল থানা মামলা প্রক্রিয়া চলছে।

     

    ওসি কোতোয়ালি বলেছেন, মামলা রুজু হলে উনারা দ্রুত ব্যাবস্থা নিবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ