প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ১০:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি:
দূর্ঘটনা দূযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” -এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আজ মংগলবার (১৫ই নভেম্বর) দুপুর ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বর্ণাঢ্য যান্ত্রিক র্যালী শেষে ডোমার উপজেলা নিবাহী’ অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ উন নবী, হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা প্রমুখ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু ফাত্তাহ্র কামাল পাখি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান প্রমুখ।