• সারাদেশ

    পাবনা’য় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাজিদ এর গণসংবর্ধনা প্রদান

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ৯:২২:১৩ প্রিন্ট সংস্করণ

    রুবেল হোসেন স্টাফ রিপোর্টারঃ

    পাবনায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক সাজিদ হাসান জিকো কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পাবনা জেলাধীন আমিনপুর ও সাঁথিয়া থানার বিভিন্ন স্থানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ৩১ শে জুলাই ২০২২ তারিখে বাংলাদেশ ছাত্রলীগের দলীয় প্যাডে তাকে সহ- সম্পাদক হিসেবে মনোনয়ন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

     

     

    ছাত্রলীগের সহ- সম্পাদক নির্বাচিত হওয়ায় সাজিদ হাসান জিকো ২১ শে নভেম্বর (সোমবার) তার নিজ বাড়ি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়ায় আগমন করেন। এ সময় তাকে স্বাগত জানাতে কাজিরহাট ঘাটে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। এর পরে আমিনপুর থানাধীন দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা জানান প্রায় ১ হাজার নেতাকর্মী। পরবর্তীতে তাকে নিয়ে একটি শোভাযাত্রা ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর মাঠে উপস্থিত হয়। শোভাযাত্রায় ৫০০ টি মোটরসাইকেল ও ৪০ টি মাইক্রো বাস যোগদান করে।

     

    মিয়াপুর হাজী জসীমউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ কম্পাউন্ডে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিন্চুর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কার্তিক শাহা, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু,নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ