প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৪:২৫:০৬ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো চিফঃ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড হইতে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
অদ্য ২৫-১১-২০২২ তারিখ ১২.১০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ প্রেম রোড ন্যাশনাল হোমিও ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামি ০১। মেহেদী হাসান শাকিল (২৪), সাং-দক্ষিন চরনোয়াবাদ, ০৭নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ০২। মোঃ আমির হোসেন সবুজ (২০), সাং- দক্ষিন চরনোয়াবাদ, ০৮নং ওয়ার্ড, বাপ্তা ইউপি, ০৩। মোঃ নিশাত (১৯), সাং- দক্ষিন চরনোয়াবাদ, ০৭নং ওয়ার্ড, ভোলা পৌরসভা,সর্ব থানা ও জেলা-ভোলাদেরকে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।