প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৯:২৫:০৩ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কাশিমনগর শ্রীপুরের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী ড.জয়নুল আবেদীন স্যারের বাড়িতে কৃষক ক্ষুদ্রঋণ কর্মসূচির তালিকাভুক্ত ৪৫০ পেঁয়াজচাষীদের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) তে একাউন্ট খোলার বিষয়টি সম্পন্ন করা হলো আজ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেনঃ
জনাব মোঃ আমানুল্লাহ
ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান
পাবনা শাখা।
জনাব মোঃ মোস্তফা মঞ্জিল
সিনিয়র অফিসার
পাবনা শাখা।
জনাব মোঃ মাসুদ রানা
বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
পাবনা শাখা।
জনাব মাহমুদ-উল-হাসান খান
সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও শাখা প্রধান
কাশিনাথপুর শাখা।
মোঃ আসিফুজ্জামান
এসিস্ট্যান্ট ক্যাশ অফিসার
কাশিনাথপুর শাখা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সুদক্ষ কর্মকর্তাগণের সুপরামর্শে হাতে কলমে শিক্ষনীয় ব্যাংক একাউন্ট খোলার দক্ষতা অর্জন করে প্রান্তিক পর্যায়ের পেঁয়াজ-চাষীরা মুগ্ধ হয়েছেন।
আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীন স্যারের সাহচর্যকে সাধুবাদ জানিয়েছেন ঋনগ্রহীতা পেঁয়াজ চাষী সহ সকল পর্যায়ের মানুষ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB) কে কৃষক পাশে পেয়ে ধন্য হয়েছেন বলে মত প্রকাশ করেছেন কৃষক সমাজ এবং সবাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সকল কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB) থেকে আগত ব্যাংক কর্মকর্তাগণ বলেন, ঋনগ্রহীতা পেঁয়াজ চাষী ব্যাংক থেকে নেওয়া টাকা সঠিক ভাবে ব্যাবহার করতে পারলে তাঁরা উপকৃত হবেন এবং সঠিক সময়ে সুদসহ ব্যাংকে ফেরত দিলে তাদের এ ধারা অব্যাহত রবে।