• সারাদেশ

    উলিপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস সমর্থকরা

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৩:১৯:০১ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধিঃ

     

    কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সমর্থকরা। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে তিন শতাধিক সমর্থক মোটরসাইকেল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

     

    এসময় বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকরা নেচে-গেয়ে ও স্লোগানের মাধ্যমে প্রিয় দলকে শুভকামনা জানান। দলের পতাকা, গায়ে জার্সি, মাথায় ফিতা বেঁধে শোভাযাত্রাটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে মিলিত হয়।

     

    মিছিলে আসা আর্জেন্টিনা সমর্থক মো. রেজাউল ইসলাম বলেন, আজকে আমাদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা পোল্যান্ডকে ২-০ গোলে হারাবে। আজকে আর্জেন্টিনা জিততে পারলে আগামী খেলাগুলো হবে আরও দুর্দান্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ