• সারাদেশ

    জাবিতে ড. হাফিজা খাতুন স্বর্ণপদক চালু

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৩:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

     

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) অধ্যাপক ড. হাফিজা খাতুন স্বর্ণপদক চালু করা হয়েছে। খেলাধুলার বিশেষ পারদর্শী শিক্ষার্থীদের এই স্বর্ণপদক দেওয়া হবে।

     

     

    বৃহস্পতিবার(১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী চ্যাম্পিয়নকে স্বর্ণপদক প্রদানের লক্ষ্যে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। খেলাধুলার প্রতি ভীষণ অনুরাগী অধ্যাপক ড. হাফিজা খাতুনের কাছ থেকে চেক গ্রহণকালে উপাচার্য বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা অনুপ্রেরণা ও উৎসাহ পাবেন। তারা ক্রীড়া নৈপুণ্যে আরও মনোযোগী হবেন। তিনি স্বর্ণপদক চালু করতে এগিয়ে আসায় ড. হাফিজা খাতুনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     

     

    এ বিষয়ে ড. হাফিজা খাতুন বলেন, খেলাধুলায় স্বর্ণপদক চালু করতে বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাকে তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিকশিত হয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমি হৃদয়ে ধারণ করি। বিভিন্ন ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের অংশীজন হওয়াকে আমি সৌভাগ্য ও দায়িত্ব বলে মনে করি।

     

     

    উল্লেখ্য,অধ্যাপক ড. হাফিজা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তিনি মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম ব্যাচের ভূগোল বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভিন্ন খেলায় দক্ষতা ও পারদর্শীতার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় সর্বোচ্চ খেতাব ‘ব্লু’ প্রাপ্ত হয়েছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হাফিজা খাতুন অংশগ্রহণ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের খাবার আনা, ঔষধ সরবরাহ, প্রাথমিক চিকিৎসা, বার্তা আদান-প্রদান এবং মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকিয়ে রাখা ইত্যাদি কাজে জড়িত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ড. হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী শিক্ষকদের মধ্যে প্রথম। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সহ-সভাপতি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ