প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৭:৩৩:৪২ প্রিন্ট সংস্করণ
ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের এক ইঞ্চি জমিও জলাশয় খালি রাখা যাবে না―প্রধানমন্ত্রীর এমন নির্দেশ এটা আমাদের মাছে ভাতে বাঙ্গালীর জন্য সু-খবর। কিন্তু বাংলাদেশের হাজার হাজার একর জলাশয় এখনো পতিত পরে আছে।
বিশেষ করে পাবনা জেলার বেড়া উপজেলার জাতসাখীনি ইউনিয়নের রাজনারায়নপুর থেকে শুরু করে কৈটুলা পর্যন্ত শত শত একর পতিত জলাশয় পরে আছে যে গুলো দেখার কেউ নাই।পতিত এই জলাশয় গুলো কচুরী পানা দিয়ে ঢাকা। পতিত জলাশয় গুলো সরকারী ভাবে উদ্যোগ নিলে আমাদের প্রচুর মাছের চাহিদা পূরণ হবে।
গ্রামের মানুষজন ও এব্যাপারে তেমন কোন উদ্যোগ গ্রহন করেনা।এ ব্যাপারে সরকারী ভাবে মৎস অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে, তাহলেই দেশও জাতীর মাছের চাহিদা পূরণ সু- সাস্থ্যের জন্য কল্যান বয়ে আনবে।
মানিকনগর এলাকার বাসিন্দা মাছ চাষি নেক-মোহাম্মাদ জানান – আমরা গত দুবছর আগেও এ সমস্ত জলাশয় গুলোতে সরকারি ভাবে নিজ অর্থায়নে মাছ চাষ করতাম। তবে এ বছর আমাদেরকে মাছ চাষ করতে দেওয়া হয়নি। এতে করে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। তিনি জোড় দাবি জানান যেন এ সমস্ত জলাশয়ে মৎস্য চাষ করতে দেওয়া হয়।
বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান – আমরা দ্রুতই এ সমস্ত জলাশয় কচুরিপানা অবমুক্ত করবো ও মাছ চাষের উপযোগী করবো।