• সারাদেশ

    কাশিনাথপুরে কাবারিকোলা যুব সংঘের ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ৫:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ৭১ ডেস্ক ঃ

    প্রতিবারের ন্যায় এবারও কাবারীকোলা যুব সংঘের পক্ষ থেকে এলাকার দরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ ৯ জুলাই বৃহত্তর কাশিনাথপুরে কাবারিকোলা শুভ সংঘের উদ্যেগে প্রায় শতাধিক মানুষের মাঝে এ শুভেচ্ছা উপহার দেওয়া।

    এ সময় গরীব অসহায় ব্যাক্তিরা এ শুভেচ্ছা উপহার পেয়ে অনেক খুশি হন।তারা কাবারিকোলা যুব সংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    উল্লেখ্য কাবারীকোলা যুব সংঘের সৃষ্টিলগ্ন থেকেই প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা, দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসার ব্যবস্থা করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে কাবারীকোলা যুব সংঘ।

    কাবারিকোলা যুব সংঘের সভাপতি মারুফ হোসেন পলাশ বলেন আমরা বৃহত্তর কাশিনাথপুর কাবারিকোলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি সেই উন্নয়নমূলক কাজের ধারা এখনো অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
    কাবারীকোলা যুব সংঘের যত মহৎ প্রাণ সদস্য ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে কাবারীকোলা যুব সংঘের সাথে থাকার জন্য জানান তিনি। আজকে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এলাকার প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যে তরুণ সদস্যগণ, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তিনি।

    ঈদ শুভেচ্ছা বিতরণে ছিলো- চিনি ১ কেজি,ডাল ২৫০ গ্রাম, লাচ্ছা সেমাই, সয়াবিন তেল এবং কিচমিচ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ