• সারাদেশ

    জবি শিক্ষক সমিতির নির্বাচন ২১ ডিসেম্বর

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ৭:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

    রবিউল ইসলাম জবি প্রতিনিধিঃ

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৩-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।

     

    আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল আলীম স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকরা। খসড়া ভোটার তালিকা ৫ ডিসেম্বর প্রকাশ করা হবে এবং খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও নিষ্পতি ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৮ ডিসেম্বর।

     

    এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ১২ ডিসেম্বর জমাদানের শেষ তারিখ নিধারণ করা হয়েছে। মনোনয়ন পত্রের বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর। প্রাথীরা ১৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে ওইদিন চূড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ