• সারাদেশ

    এতিমদের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১২:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ কায়সার আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃসামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন এর উদ্যোগে মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

     

    শুক্রবার ৯ ডিসেম্বর সকাল ৮টা হতে মুরাদনগর উপজেলার পরমতলা, ভাগলপুর,ধামঘর, রাজা চাপিতলা ৫টি এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    জাগ্রত সিক্সটিন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রাশেদুল আলম রাশেদ বলেন, যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও এতিম শিক্ষার্থীদের জন্য তা চরম দুর্ভোগের। এতিম শিক্ষার্থীদের শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই।তাইতো আমাদের জাগ্রত সিক্সটিন সামাজিক সংগঠন থেকে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে কিছু সংখ্যক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

    বিতরণ এর সময় যারা উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মোল্লা,কামরুল ইসলাম, নুরজামান,আক্তার ভূঁইয়া, আরিফ মোল্লা,সোহেল ভূঁইয়া,রিমন ভূঁইয়া,সাইদুল মোল্লা,জাহিদুল হাছান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ