• সারাদেশ

    মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২০৮ শিশুকে সাইকেল পুরস্কার

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ৮:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

     

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার

     

    চল্লিশ দিন একাধারে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২০৮ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়াম্যানের এমন অভিনব আয়োজন করেন চেয়ারম্যান খবিরুল ইসলাম এর পুরস্কারের ঘোষনায় ইউনিয়নের ৯ ওয়ার্ড থেকে এই প্রতিযোগীতায় অংশ নেয় ৩৫০ জন শিশু-কিশোর। তার মধ্যে থেকে বিজয়ী হয় ২০৮ জন।

     

    শুক্রবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এমন আয়োজন বলছেন আয়োজকরা।শিশু-কিশোরদের চোখে মুখে বিজয়ের উচ্ছাস। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার চ্যালেঞ্জে জয়ী শিশু-কিশোররা পুরস্কার হিসাবে সাইকেল দেয়া হয়েছে।

     

     

    দীর্ঘ ৪০ দিনের এই চ্যালেঞ্জে সবচেয়ে বেশি সহযোগীতা ছিলো অভিভাবকদের। সন্তানের এমন সাফল্যে আনন্দিত তারাও। এলাকার শিশু-কিশোরদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মসজিদের ইমামগন।

     

    আয়োজক ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম জানান,৩৫০ জন শিশু কিশোর নামাজে অংশ গ্রহণ করলেও টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজে অংশ গ্রহন করতে পেড়েছে ২০৮ জন। শিশু কিশোরদের মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে এমন আয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন,পুরস্কারে সাইকেল পাওয়া এই শিশুদেরকে দেখে আগামীতে তাদের সমবয়সীরাও মসজিদ মুখি হবে এমন আশা আয়োজকদের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ