• সারাদেশ

    পাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৬:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

     

    শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে শেষ হয়।

     

    বিক্ষোভ সমাবেশে পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি জামাত কোনভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা মহাসমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। পাবিপ্রবি ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে তাদের সকল নৈরাজ্যের উপযুক্ত জবাব দেবে। তারা আজকের সমাবেশ বা তারপরে যদি কোন নৈরাজ্য সৃষ্টি করে আমরা তা মাঠে থেকে প্রতিহত করব।

     

    বিক্ষোভ মিছিলে পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ বলেন,” বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপির সমাবেশের নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নি সংযোগ, পরিবহন ভাংচুর করা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুর্ভোগের জবাব বিএনপি-জামাতকে দিতে হবে। ক্যাম্পাসে লাশ ফেলানোর ষড়যন্ত্র করে সেশনজটমুক্ত ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করা হলে সমুচিত জবাব দিবে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ।”

     

     

    বিক্ষোভ মিছিলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ