প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৫:৩১:১৪ প্রিন্ট সংস্করণ
বরিশাল চিফ ব্যুরো
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (১১ ডিসেম্বর) পুলিশ লাইন্স, ভোলায় ১৫ দিন মেয়াদী মোবিলাইজেশন কন্টিনজেন্টের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষনার্থীগণ আরও বেশি দক্ষ ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের কর্মকৌশল আয়ত্ত করতে সক্ষম হবে। প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, প্রশিক্ষিত এই কন্টিনজেন্ট টি হবে সবচেয়ে সাহসী ও দক্ষ, যারা ইউনিটের অন্যান্য সদস্যদের পরিস্থিতি মোকাবেলায় বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করবে।
মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলার সকল পুলিশ ইউনিট থেকে বিভিন্ন পদমর্যাদার ৮৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠান শেষে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, আরওআই, রিজার্ভ অফিস, আর আই, পুলিশ লাইন্স, প্রশিক্ষনার্থীবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।