প্রতিনিধি ৯ জুলাই ২০২২ , ৯:৪৯:৪৪ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
আজ শনিবার সকালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ডীন ড. শাহিন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাসফোর ও সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর উপস্থিত ছিলেন।
শেষে হরিজন কলোনিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।