প্রতিনিধি ১১ জুলাই ২০২২ , ৮:১৫:৩২ প্রিন্ট সংস্করণ
পাবনার সদর উপজেলার ভাঙাবাড়ি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে আজ সোমবার সন্ধ্যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসচালকসহ ৬-৭ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ভাঙাবাড়ি এলাকায় সড়কে পাবনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সাব্বির পরিবহন ও বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। একজন মোটরসাইকেল চালাককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।