প্রতিনিধি ১১ জুলাই ২০২২ , ১০:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:
বোনের বাড়িতে মাংস দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিশু
কোরবানির মাংস বোনের বাড়িতে দিতে গিয়ে সেখানে পুকুরের পানিতে ডুবে রুম্মান ইসলাম (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুম্মান ইসলাম ডোমার সদর ইউনিয়নের ছায়াপাড়া এলাকার মো. মহিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
রুম্মানের চাচা নজরুল ইসলাম জানান, ঈদের দিন বিকেলে কোরবানির মাংস নিয়ে বড় বোন শাহানাজের বাড়িতে যায় শিশু রুম্মান। রাতে সে বোনের বাড়িতেই ছিল। সোমবার বিকেলে বোনের বাড়ির পাশে পুকুরে ছোট বাচ্চাদের সঙ্গে গোসল করতে নামে রুম্মন। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে তার বোনের বাড়িতে নিয়ে আসেন।
সন্ধ্যায় মরদেহ তার বাবার বাড়ি ডোমার বড়রাউতার ছায়াপাড়ায় নিয়ে আসা হয়। সেখানে রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।