প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৯:৪৭:২১ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে নীলফামারীর সৈয়দপুরের ৩টি বিনোদন পার্কে তিলধারণের ঠাঁই নেই। ঈদের দিন বিকাল থেকে শুরু হয়েছে এসব বিনোদন পার্কে দর্শনার্থীদের পদচারণা। কেউ আসছেন রিকশায়, ইজিবাইকে, কেউবা মোটরসাইকেলে কেউবা দলবেঁধে হেঁটে চলে এসেছেন এসব পার্কে।
নীলফামারীর সৈয়দপুরে ব্যক্তিগতভাবে গড়ে উঠেছে তিনটি বিনোদন পার্ক। এগুলো হচ্ছে- শহরের ভেতরে রসুলপুরে থিমপার্ক, শহরের অদূরে সৈয়দপুর বাইপাস সড়কে পাতাকুঁড়ি বিনোদন পার্ক ও সৈয়দপুরের কুন্দল এলাকায় গড়ে উঠেছে রংধনু পার্ক। প্রতিটি পার্কে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে দর্শনার্থীরা সব সময় ভিড় করে থাকেন।
থিমপার্কে কথা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে আসা দম্পতি তারানা ও নূর আলম দম্পতির সঙ্গে। তাদের সঙ্গে রয়েছেন ৫ বছরের ছেলে তানভির। তারা বলেন, ছোট্ট পরিসরে যে আয়োজন দেখলাম তা সত্যিই মুগ্ধ করার মতো। বিশেষ করে শিশু-কিশোরদের বেশকিছু রাইড একেবারে নতুন বলে মনে হয়েছে।
থিমপার্কের ব্যবস্থাপক আব্দুল খালেক জানান, পার্ক এখন মুখরিত দর্শনার্থীদের পদচারণায়। গত ২ বছর করোনাকালে পার্কের অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বসিয়ে বেতন-ভাতা দিতে হয়েছে। কাউকে ছাঁটাই করা হয়েছে। এখন সরকারি বিধিনিষেধ নেই। তাই পার্কের নষ্ট জিনিসপত্র মেরামত করে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। প্রচুর দর্শনার্থী আসছেন প্রতিদিন। আশা করি পূর্বের ঘাটতি এবার মেটাতে পারব। এখন যেভাবে ব্যবসা চলছে, এভাবে ব্যবসা চললে আমরা ঘুরে দাঁড়াতে পারব।