• সারাদেশ

    পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার-৩

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২২ , ৩:০৬:৫০ প্রিন্ট সংস্করণ

     

    পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল বুধবার (১৩ জুলাই) পাবনা জেলার সদর থানাধীন চাদাখার বাশতলা মোড় হইতে আনুমানিক রাত ২২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।

    উক্ত অভিযান চালিয়ে মোঃ মাহবুব আলম আরিফ (৪৬), কামাল (৪০), মোঃ মামুন হোসেন (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে পঞ্চাশ বোতল ফেনসিডিল এবং ফেন্সিডিল বিক্রয়ের নগদ ৩৩,০০০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে।

    উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ