• সারাদেশ

    সোমবার খুলছে পাবিপ্রবি, চলবে অফলাইনে কার্যক্রম

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ২:১৭:২৫ প্রিন্ট সংস্করণ

    নাজমুল ইসলাম,পাবিপ্রবি: পবিত্র ঈদুল আযহার ছুটির পর আগামী সোমবার (১৮ জুলাই) খুলতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) ক্যাম্পাস। এর আগে শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়টির আবাসিক হল গুলো খুলে দেওয়া হয়েছে বলে হল প্রভোস্ট সূত্রে জানা যায়।

    এদিকে নোটিশে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর খোলার কথা থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস/দপ্তরসমূহ খুলেছে শনিবার।

    ঈদের আগে রবিবার (৩ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাডেমিক ও দাপ্তরিক ছুটির এই তথ্যসমূহ জানানো হয়।

    শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনলাইনে ফিরবে কিনা জানতে চাইলে একাডেমিক শাখার অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফজলে রাব্বি খান জানান,”এখন সবকিছু অফলাইনেই চলছে।অনলাইনে একাডেমিক কার্যক্রমের বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাই নি।”

    প্রসঙ্গত,সম্প্রতি দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) তাদের নিজস্ব সিদ্ধান্তে অনলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করেছে বলে জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ