• সারাদেশ

    পাবনায় দেশীয় অস্ত্র উদ্ধার, ধামাচাপা দেয়ার চেষ্টা

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ১০:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    উজ্জল হুসাইন: পাবনা বেড়া উপজেলার বৃশালিখা কোল ঘাটে মা এন্টারপ্রাইজ নামক দোকান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনি। মালিকের নাম ইমন মাহমুদ তার বাবা মৃত সুলতান মাহমুদ গ্রাম বৃশালিখা।

    থানা ও স্থানীয় সুত্রে জানা যায় গত ১৩/৭/২২ তারিখে বৃশালিখা কোলঘাটের সরদার টুনু মোল্লার নিকট এক দল সন্ত্রাসী বাহিনী আলহাজ ও খেজো হালিমের নেতৃত্বে মোটা অংকের চাদা দাবি করে। চাদা দিতে অস্বীকার করায় টুনু মোল্লা কে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তাকে পিটিয়ে আহত করে চলে যায়।

    এ ঘটনার জেরে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বেড়া মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ও এ এস আই রফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে বৃশালিখা কোল ঘাটে মা এন্টার প্রাইজ নামক দোকানে অভিযান চালায়।সেখান থেকে ২ টি দেশীয় অস্ত্র হাসুয়া ও ১৫ টা লাটিশোঠা উদ্ধার করেছে। নাশকতা বা অরাজকতার জন্য এই দেশীয় অস্ত্র রাখা হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

    ব্যবসা প্রতিষ্ঠানে এই দেশীয় অস্ত্র কিভাবে এলো তা নিয়ে এলাকায় চলছে টানটান উত্তেজনা। সন্তাসীদের মদদ ও তাদের আশ্রয় প্রশ্রয় নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

    ঘাট শ্রমিক কালু, রতন, খোকন বলেন, তার দোকানে সন্ধার পরে বেশ আড্ডা হয় ও এলাকার সন্ত্রাসীরা তার দোকানে বসে চাদাবাজির নীল নকশা করে। রাত ১২টা ও ২ টা পর্যন্ত চলে আড্ডা ইমনের সহচর হল জহুরুর, ঝুনু, মামুন, পাকন, সহ আরো কয়েকজন সন্ত্রাসীরা। তার দোকানে বসে তাদের সন্তাসী কার্যকলাপ পরিচালনা করে।

    তিনারা আরও বলেন, ইমনের বড় ভাই পুলিশের এ এস আই সুমন। তাই কাউকে ভয় করে না। তার গরমে সে তার দোকানে এই দেশীয় অস্ত্র ও লাঠি শোটা মজুত করে। এ এস আই সুমন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে।

    বেড়া মডেল থানা তদন্ত কর্মকর্তা সিদ্দিক হোসেন জানান, তার দোকানে চুরি হয়েছে। এমন অভিযোগে তার দোকানে সরজমিনে পুলিশ পাঠাই, গিয়ে দেখি সব ঠিক আছে। সেখান থেকে ২ টি হাসুয়া ও ১৫ টি লাটিশোঠা উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ