• সারাদেশ

    বেড়ায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান;এক বছরের কারাদন্ড

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৯:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ

    1. বেড়ায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যাক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    আজ ১৮ জুলাই বেড়ার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেড়া এর নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া থানা পুলিশ এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ ওহাবকে আলিকে গাজা সেবনের অপরাধে ০১(এক ) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাচ শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    উল্লেখ্য উক্ত ব্যাক্তি আনুমানিক ১০বছরের বেশি সময় ধরে তার নিজ বসতবাড়িতে গাজার ব্যাবসা করে আসছিল।

    এ সময় উপজেলা নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার বলেন মাদকের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ