• সারাদেশ

    ইসলামী ব্যাংক তালগাছী বাজার আউটলেট দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৭:০২:৩৯ প্রিন্ট সংস্করণ

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছী আউটলেট সফলতার দুই বছর পূর্তি উপলক্ষে ২৩ জুলাই শনিবার সকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উল্লাপাড়া ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,তালগাছী বাজার আউটলেট স্বত্ত্বাধিকারী মোঃ পারভেজ আক্তার।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার,ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র অফিসার রেজাউল করিম,বক্তব্য রাখেন,কাজী মাওঃ জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম বাবু,সাংবাদিক আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম প্রমুখ।
    এসময় বক্তাগণ সুদমুক্ত অর্থলেনদেন করতে ইসলামী ব্যাংকের আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই আউটলেট মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দ্রুততম সময়ে তালগাছী বাজারের এই আউটলেট সফলতার পর্যায়ে নিয়ে যেতে বড় বড় ব্যবসায়ীগণ অগ্রনী ভূমিকা ছিল। আগামীদিনে গ্রাহকদের সহযোগিতায় এই আউটলেট দেশের শীর্ষ পর্যায়ে পৌছাবে বলে বিশ্বাস করেন বক্তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ