• সারাদেশ

    নীলফামারীতে জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২২ , ১১:৪৫:১৬ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

    নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইয়াহিয়া আবিদ সভাপতি ও এ্যাডভোকেট আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ইয়াহিয়া আবিদ বিনা প্রতিদ্বন্ধিতায় এবং আজহারুল ইসলাম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

    সোমবার বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচন করা হয়। সাধারণ সম্পাদক পদে আজহারুল ইসলাম ২০২ ভোট এবং প্রতিদ্বন্ধি মৃনাল কান্তি রায় ৩৭ ভোট পান।
    ২৬৯ ভোটারের মধ্যে ২৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    এ ছাড়া সহ-সভাপতি হিসেবে কৃষিবিদ আজিজুল ইসলাম ও হুয়াউন কবির রাকিব, ২নং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মৃনাল কান্তি রায়, ২নং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুল আলম রিটন এবং কার্যকরী সদস্য হিসেবে করুনা কান্তি, সৈয়দ আলী, সাফিয়ার রহমান, গঙ্গা রায়, স্বপ্ন রানী রায়, অনিল চন্দ্র, সাখাওয়াত ও চিত্র রায়ের নাম ঘোষণা করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ