• সারাদেশ

    আর যেন পুজার মতো অকালে কোন মানুষের প্রান ঝড়ে না যায় এ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ৭:১৫:১২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃমুক্তাদির হোসেন,ষ্টাফ রিপোর্টার।

    মাগো… ‘লাইফ ইজ নট অলওয়েস বিউটিফুল স্পেশালি ইন বাংলাদেশ ‘।
    সেখানে এক সেকেন্ডের মধ্যে কত কত মানুষের স্বপ্ন ধুলোয় মিশে যায় রে মা’ .. …। সে খবর তোমার জানা নেই। মুহুর্তের এক দুর্ঘটনায় তাসের ঘরের মতো উড়ে যায় কত মানুষের সুখের যাপিত জীবন। বিনা নোটিশে ঘোর অন্ধকারের অমানিশা নেমে আসে কোন কোন পরিবারের উপর । বেআইন -অনিয়ম আর বিশৃঙ্খলার এই দেশে মানুষের জীবন পশু পাখির জীবনের চেয়েও অতি তুচ্ছ। এত অধ্যাবসায়, এত পরিশ্রমের পর তিলে তিলে গড়ে ওঠা এক একটা সম্ভাবনার অকাল মৃত্যু ঘটে সেখানে । সেখানে কেউ দেখার নেই ,কেউ বলার নেই, নিরাপদ সড়কের দাবী সেখানে গুমরে গুমরে মরে কিছু কিছু পরিবহন মালিক, শ্রমিক ও দালালদের উদগ্র অর্থ লিপ্সার কাছে। সাভারের সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু বিজ্ঞানী পূজা সরকার সহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চারজন বিজ্ঞানীর জন্য ন্যায়বিচারের দাবিতে ২৫শে জুলাই, ২০২২ইং তারিখে সকাল ১০.০০ঘটিকায় অনুষ্ঠিতব্য মানববন্ধন
    উপস্থিত ছিলেন
    মাননীয় সংসদ সদস্য শিরিন আখতার এমপি ফেনী ১ আসন,বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু,বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক,অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী (উপাচার্য,পিপলস ইউনিভার্সিটি), সাবেক অতিরিক্ত সচিব ড,মানিক চন্দ্র দে,বিশিষ্ট সমাজ সমাজ সেবক হাসান মুন্জর, কৃষকলীগের ধর্ম বিষয়কসম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী,
    বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওমর ফারুক ভূইয়া, ড, হরিপদ মজুমদার ( পুজা সরকারের জেঠু)

    কালীগঞ্জের ব্যবসায়ী গৌতম দাস (পুজা সরকার এর মামা) সহ প্রায় তিনশত লোকজন নিয়ে একটি মানব বন্ধন করেন, মানব বন্ধনে বক্তারা বলেন আর যেন বৈজ্ঞানিক পুজার মতো অকালে কোন মানুষের প্রান হারায়।
    উল্লেখ থাকে যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সফল ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস এর মেয়ের ঘরের নাতনি, পুজা যখন ছয় বছরের ঠিক তখনই পুজার মা ইহলোক এর মায়া ত্যগ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ